দেড় যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ, ফেনীতে অংশ নিচ্ছে প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী
- ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১০
দীর্ঘ প্রায় দেড় যুগের বিরতির পর আবারও শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের আয়োজন হিসেবে ফিরে এসেছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সারাদেশের ন্যায় একযোগে শুরু হওয়া এই পরীক্ষায় ফেনী জেলা থেকে মাদ্রাসা পর্যায়ে ইবতেদায়ি ৫ম, দাখিল ৮ম ও স্কুল পর্যায়ে ৮ম শ্রেণি থেকে অংশ নিচ্ছে মোট ৬ হাজার ৪৪১ জন শিক্ষার্থী।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৬ উপজেলায় ইবতেদায়ি ৫ম, দাখিল ৮ম ও স্কুল পর্যায়ে ৮ম শ্রেণির এ পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
একই দপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে, জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ম শ্রেণির স্কুল পর্যায়ে ফেনী সদর উপজেলা থেকে ১ হাজার ৫৭৯জন, পরশুরামে ২৩৭ জন, সোনাগাজীতে ৪১৫ জন, ছাগলনাইয়ায় ৪২৭ জন, দাগনভূঞায় ৬৭৯ জন ও ফুলগাজীতে ২৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
মাদ্রাসা পর্যায়ে ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির পরীক্ষায় ফেনী সদর উপজেলা থেকে অংশ নেবে ৯৫৬ জন, পরশুরাম ১৮৬ জন, সোনাগাজী ৪৩৮ জন, ছাগলনাইয়া ৫১৪ জন, দাগনভূঞা ৫৮০ জন ও ফুলগাজী থেকে ১৬০ জন পরীক্ষার্থী অংশ নেবে।
এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম রিটের প্রেক্ষিতে এক মাসের জন্য স্থগিত রেখেছে হাইকোর্ট।
জানা গেছে, আজ রবিবার সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে এ পরীক্ষা। পরীক্ষার নীতিমালা অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে মূল্যায়ন করা হবে। বিষয়গুলো হলো— বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে মোট ৪০০ নম্বরের ওপর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, রোববার বাংলা (বিষয় কোড ১০১), ২৯ ডিসেম্বর সোমবার ইংরেজি (১০৭), ৩০ ডিসেম্বর মঙ্গলবার গণিত (১০৯) এবং ৩১ ডিসেম্বর বুধবার বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য সময় নির্ধারণ করা হয়েছে পৃথকভাবে ১ ঘণ্টা ৩০ মিনিট করে। ফলে ওই দিন মোট তিন ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সব প্রশ্ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের আলোকে প্রস্তুত করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জেলার প্রত্যেক উপজেলায় একটি করে নির্ধারিত কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র, কেন্দ্র ব্যবস্থাপনা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীসহ সার্বিক বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ নজরদারি ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রিটের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে ইবতেদায়ি ৫ম শ্রেণি, দাখিল ৮ম শ্রেণি এবং স্কুল পর্যায়ের ৮ম শ্রেণির পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও পরিদর্শক নিয়োগ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সালে অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার। এরপর অষ্টম শ্রেণিতে চালু করা হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। সমালোচনার মুখে ২০২৩ সালে জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে একই সিলেবাসের আদলে অষ্টম শ্রেণিতে বার্ষিক পরীক্ষার নেওয়া হয়। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা হয়নি। নেওয়া হয়নি বৃত্তি পরীক্ষাও। এবার এ বছর থেকে দীর্ঘসময় পর অষ্টম শ্রেণিতে ফের চালু হচ্ছে ছাত্র-ছাত্রীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা।