হাদির কবর জিয়ারত তারেক রহমানের

প্রটোকল ভাঙার অভিযোগ আবিদ-মায়েদের বিরুদ্ধে, ভর্তিচ্ছুদের কর্মসূচি বয়কট ঢাবি ছাত্রদলের সিংহভাগের

তারেক রহমানের হাদির কবর জিয়ারত
তারেক রহমানের হাদির কবর জিয়ারত © সংগৃহীত

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক ‘চেইন অব কমান্ড’ ভেঙে তার সঙ্গে কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংগঠনটির ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ ও এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদী মায়েদ—এমন অভিযোগ তুলে বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্রদলের প্রস্তুতকৃত কোনো বুথেই সংগঠনটির নেতাকর্মীদের দেখা যায়নি।

শাখা ছাত্রদলের বড় একটি অংশ বলছে, এইড কর্মসূচি তারা বয়কট করছে। আবিদ-মায়েদের বিষয়টি সুরাহা না হলে আগামীতেও ছাত্রদলের যেকোনো কর্মসূচি বয়কট করা হবে। এমনকি আগামীতে ঢাবিতে ছাত্রদলের কোনো কর্মসূচি থাকলে সেখানে অভ্যন্তরীণ বিশৃঙ্খলাও হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন।

আবিদুল ইসলাম খান আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তানভীর আল হাদী মায়েদ বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক পদে রয়েছেন। গত ডাকসু নির্বাচনে তারা ছাত্রদলের প্যানেল থেকে ভিপি ও এজিএস পদপ্রার্থী ছিলেন। জানতে চাইলে আবিদুল ইসলাম খান অভিযোগ অস্বীকার করে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দলের সিদ্ধান্তেই তিনি সেখানে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ছাত্রদলের বুথ

কেন্দ্রীয় ও শাখা ছাত্রদলের একাধিক নেতা দ্য ডেইলি ক্যাম্পাাসকে বলেন, ডাকসু নির্বাচনের পর থেকে সাংগঠনিক ‘চেইন অব কমান্ড’ ভেঙে আবিদ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শাখা ছাত্রদলে তিনি নিজেই একটি বলয় তৈরি করেছেন। এরই ধারাবাহিকভাবে আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচিতে সেটির পুনরাবৃত্তি ঘটেছে। এ সময় বিষয়টি নিয়ে কর্মসূচির মধ্যেই বিশৃঙ্খলাও তৈরি হয় বলে জানিয়েছেন একাধিক ছাত্রদল নেতা। 

শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঠিক পেছনের সারিতে অবস্থান করতে দেখা যায় আবিদুল ইসলাম খান এবং এজিএস তানভীর আল হাদী মায়েদকে। তাদের পরের সারিতে অবস্থান করতে দেখা যায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে। ঠিক শেষের সারিতে শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনকে অবস্থান করতে দেখা যায়।

কার্জন হলে ছাত্রদলের বুথ

নাম প্রকাশ না করার শর্তে শাখা ছাত্রদলের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমিও বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। যদি আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক সমাধিস্থলে প্রবেশ করতে পারে, তাহলে আমি কেন পারব না? এছাড়া মায়েদ একটি হলের (বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক), তার মতো নেতা আরও ৩০ জন আছে— সিনিয়রদের কাছে এসব প্রশ্নের আমরা জবাব চেয়েছি। জবাব না পাওয়া পর্যন্ত আমরা সব কর্মসূচি বয়কট করবো।

হাকিম চত্বরে ছাত্রদলের বুথ

অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রদলের এক যুগ্ম সম্পাদক বলেন, শাখা ছাত্রদলের চেইন অব কমান্ড না থাকায় আগে থেকে ভেতরে ভেতরে বিশৃঙ্খলা ছিল। আজকের পর থেকে সেটি প্রকাশ্যে আসল। এখন বিষয়টি সুরাহা না হলে আগামীতে ছাত্রদলে বিশৃঙ্খলা হবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের মুঠোফোন কল দিলে তারা মিটিংয়ে আছে বলে কেটে দেন।