অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

বাহুবলে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেরদৌস আলম ও লিটন মিয়া
ফেরদৌস আলম ও লিটন মিয়া © সংগৃহীত

‎‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফেরদৌস আলম (৪৯) ও যুবলীগ নেতা লিটন মিয়া (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

‎শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাহুবল মডেল থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

‎পুলিশ জানায়, গ্রেপ্তার ফেরদৌস আলম উপজেলার ৩ নম্বর সাতকাপন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি স্বস্থিপুর গ্রামের হাফেজ আজিজুর রহমানের ছেলে। অপরদিকে লিটন মিয়া ৭নং ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পুকুরপাড় গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ধারাবাহিক অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো অপরাধী বা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

‎তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাহুবলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।