ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মামুনুল হক

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক
মাওলানা মুহাম্মাদ মামুনুল হক © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর এলাকা) প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করবেন। 

শনিবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন। তিনি বলেন, রবিবার দুপুর ১২টায় আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন মাওলানা মামুনুল হক। এ সময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ, জামায়াতসহ আট দলের যে নির্বাচনি সমঝোতা প্রক্রিয়া চলছে, তাতে মামুনুল হকের দলও রয়েছে।