আ.লীগের কোনো পদে নাম থাকলে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনাচ্ছেন ওষুধ ব্যবসায়ী ইন্দ্রজিত রায়
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনাচ্ছেন ওষুধ ব্যবসায়ী ইন্দ্রজিত রায় © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের অজান্তে আওয়ামী লীগের কোনো পদে নাম অন্তর্ভুক্ত হয়ে থাকলে তা থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক ওষুধ ব্যবসায়ী। ওই ওষুধ ব্যবসায়ীর নাম ইন্দ্রজিত রায়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে পাটগাতী লঞ্চঘাট এলাকায় সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে ইন্দ্রজিত রায় বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ অথবা কোনো ওয়ার্ড আওয়ামী লীগের কোনো পদে আমার অজান্তে আমার নাম থাকতে পারে। অতএব যদি আওয়ামী লীগের কোনো পদে আমার নাম থেকে থাকে সেই পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে অব্যাহতি নিলাম। আগামীতেও এই সংগঠনের কোনো পদ-পদবিতে যুক্ত হবো ন বলেই অঙ্গীকার করলাম।’

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।