ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান
- ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:১৫
বনানীর কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবন ত্যাগ করার পর তিনি সেখানে যান।
এর আগে, দুপুর ১টার দিকে ইসিতে পৌঁছান তিনি। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানে তারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়।
নিবন্ধন শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তারেক রহমানের গাড়িবহর নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করে। এ সময় আগারগাঁও এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা কার্যত নেতা-কর্মীদের ভিড়ে মুখর হয়ে ওঠে।
ইসি থেকে বের হয়ে রাজধানীর বনানী দিকে রওনা হয়েছে তারেক রহমানের গাড়িবহর। সেখানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন তিনি।
আরও পড়ুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই
এ সময় এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান ইতোমধ্যে অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদনপত্র পূরণ করেছেন। ফলে আজ নির্বাচন কমিশনে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দেওয়ার মাধ্যমেই নিবন্ধনের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরও জানান, বায়োমেট্রিক তথ্য গ্রহণের পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে তার তথ্য যাচাই করবে এবং অন্য কোনো তথ্যের সঙ্গে মিল আছে কি না তা পরীক্ষা করবে। যাচাই প্রক্রিয়ায় কোনো অসংগতি না থাকলে সর্বনিম্ন ৫ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তার এনআইডি নম্বর তৈরি হবে।
তারও আগে, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পরে শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণের পাশে হাদির সমাধিস্থলে জিয়ারত করেন তিনি।
এ সময় তারেক রহমানের আগমন অপেক্ষায় ঢাবি ছাত্রদল টিএসসিতে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন।