দুবাই থেকে আসছে সাড়ে ৩০ লাখ টাকার বিপিএল ট্রফি

বিপিএল ট্রফি
বিপিএল ট্রফি © টিডিসি

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর।শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এবার নিরাপত্তার কারণে বড় পরিসরের আয়োজন সম্ভব না হওয়ায় দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে সংক্ষিপ্ত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

কিন্তু পুরো আয়োজন জুড়ে একটি বিষয়ই চোখে পড়ছে সবার, নতুন বিপিএল ট্রফির অনুপস্থিতি। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগেই ট্রফি উন্মোচন ও ক্যাপ্টেনস ডে অনুষ্ঠিত হয়, কিন্তু এবারের আসরে তা হয়নি। 

জানা গেছে, বিপিএল শুরুর আগেই ট্রফিটি দেশে আনা হয়েছিল। কিন্তু নকশা ও মান নিয়ে সন্তুষ্ট না হওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিল সেটি গ্রহণ করেনি। ফলে নতুন করে আবার ট্রফি তৈরির উদ্যোগ নেওয়া হয়।

নতুন ট্রফি প্রস্তুত হয়ে এলে আসরের মাঝপথে কিংবা প্লে-অফ পর্বের আগে সেটি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের সম্ভাবনা রয়েছে বলে জানায় বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আগে যে ট্রফিটা ছিল, সেটা গতানুগতিক। ওইটা পরিবর্তন করে নতুন একটা আনা হয়েছে, কিন্তু ওইটা আপ টু দ্য মার্ক না।’

বিসিবির সহসভাপতি যোগ করেন, ‘এ জন্য পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে। আসলে কম সময়ে আবার আমরা পরিবর্তনও করতে চেয়েছি। আগের ট্রফি যদি থাকতো তাহলে এই প্রশ্ন আসতই না। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন পর্যন্ত আপনাদের দেখা সেরা ট্রফি, ভালো ট্রফি হবে এবার।’

এদিকে দুবাইয়ে ডায়মন্ডখচিত ট্রফি তৈরিতে ২৫ হাজার মার্কিন ডলার খরচ হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩০ লাখ টাকার বেশি।
 
এ নিয়ে মিডিয়া কমিটির চেয়ার‌ম্যান আমজাদ হোসেন বলেন, ‘ট্রফিটা অর্ডার করা হয়েছে, ডায়মন্ডখচিত ট্রফি। ২৫ হাজার মার্কিন ডলার ট্রফি (বানানোর) খরচ। সাখাওয়াত ভাই যেটা বললেন, আমাদের পেতে একটু দেরি হচ্ছে। খুব দ্রুতই চলে আসবে। আশা করছি ট্রফিটা দেখলে আপনাদের ভালো লাগবে।’

সাখাওয়াত আরও বলেন, ‘আমরা দুটা ট্রফি আনছি, একটা দিয়ে দিব, আরেকটা রাখব বিসিবিতে। একটা আনলে দাম যা হয় দুইটা আনলে অনেক কম পড়ে, একই জিনিস। বিসিবিতে একটা থাকল এবং যারা চ্যাম্পিয়ন হয় তারা একটা নিয়ে গেল।’