ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁনকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিক্ষোভ

কাফনের কাপড় পরে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
কাফনের কাপড় পরে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে বিএনপির হাজারো নেতাকর্মী কাফনের কাপড় পরে এ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা দাবি করেন, এ আসনে বহিরাগত প্রার্থী গ্রহণযোগ্য নয় এবং দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

বিক্ষোভে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও প্রয়াত সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। তারা দুজনই এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বক্তারা বলেন, তাদের মতামত উপেক্ষা করে বিএনপির শরিক দল গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, এ আসন থেকে রাশেদ খানের মনোনয়ন প্রত্যাহার করে সাইফুল ইসলাম ফিরোজ অথবা মুর্শিদা জামানের মধ্য থেকে একজনকে দলীয় মনোনয়ন দিতে হবে।

নেতারা আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের চাপ ও হুমকি উপেক্ষা করে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। অন্যথায় বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে রাশেদ খানকে এ এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দেন।