গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গোডাউন
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গোডাউন © টিডিসি

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ঝুটের গোডাউনের ৬০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ি ছাপড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সোয়া চারটার দিকে মানিক নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন প্রায় ৩০ হাজার বর্গফুট আয়তনের একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরেকটি গোডাউনে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে কোনাবাড়ী ও সারাবো মডার্ন ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও দুপুর সোয়া ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ৬০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।