কমার তথ্য ‘অপপ্রচার’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা বেড়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা বেড়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা বেড়েছে © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ সেশনে ভর্তিচ্ছুদের আবেদন কমার তথ্যকে ‘অপপ্রচার’ বলছে কর্তৃপক্ষ। কমার পরিবর্তে বরং গত বছরের তুলনায় আবেদন সংখ্যা কিছুটা বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি সেশনে ২০২৪-২৫ সেশনের তুলনায় আবেদন বেড়েছে ০.২৭ শতাংশ। যদিও এটিকে ‘অপরিবর্তিত’ বলছে বিশ্ববিদ্যালয়।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা হ্রাস পেয়েছে বলে কিছু কিছু সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চেয়ে আবেদনের সংখ্যা ০.২৭% বেড়েছে, যাকে প্রায় অপরিবর্তিত রয়েছে বলা যায়।

এতে আরও বলা হয়, ২০২৩ ও ২০২৪ সালে সারা দেশে মোট প্রায় ২১ লাখ কৃতকার্য এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএ সংগ্রহ করতে পেরেছেন প্রায় ১৫ লাখ শিক্ষার্থী, যাদের মধ্য থেকে ২০২৪-২৫ সেশনে ২ লক্ষ ৭১ হাজার ৩৪০টি আবেদন সম্পন্ন হয়। এটি যোগ্য প্রার্থীর ১৮ দশমিক ১৩ শতাংশ।

অপরদিকে ২০২৪ ও ২০২৫ সালে সারা দেশে মোট ১৭ লাখ ৬৭ হাজার কৃতকার্য এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়ে আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএ সংগ্রহ করতে পেরেছেন প্রায় ১২ লাখ ৬৮ হাজার শিক্ষার্থী, যাদের মধ্য থেকে ২০২৫-২৬ সেশনে ২ লাখ ৩৩ হাজার ৩২৭টি আবেদন সম্পন্ন হয়েছে। এটি যোগ্য প্রার্থীর ১৮দশমিক ৪০ শতাংশ।