প্রায় ১৯ বছর পর বাবার কবরে শ্রদ্ধা তারেক রহমানের

তারেক রহমান
তারেক রহমান © সংগৃহীত

প্রায় ১৯ বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে যান তিনি। এসময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কঠোর নিরাপত্তায় তারেক রহমানসহ নেতারা দলের প্রতিষ্ঠাতার  কবরের সামনে ফাতেহা পাঠ করেন। এসময় বিএনপির সরবরাহ করা নিরাপত্তা পাস বহনকারী সংবাদকর্মীদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়নি।

শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের সঙ্গে নিয়ে গাড়িবহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করেন। যেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

সর্বশেষ তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ২০০৬ সাল ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।