বিআইআইটি ও আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে সেমিনার ও গেট টুগেদার
- ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৪
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামীক থট (বিআইআইটি) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার এলামনাই বাংলাদেশ চ্যাপ্টার (IIUMABC)-এর উদ্যোগে যৌথ সেমিনার ও এলামনাই গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার বিআইআইটি অডিটোরিয়াম এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার কুল্লিয়াহ অফ ইঞ্জিনিয়ারিং-এর ডীন ড. খায়রুল আযামী বিন সিদ্দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর এবং আইআইইউএম এলামনাই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইআইটি ঢাকার ডিরেক্টর জেনারেল ড. এম আবদুল আজিজ।
বক্তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইআইইউএম-এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিং বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন । অনুষ্ঠান শেষে এলামনাই সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও গেট-টুগেদার অনুষ্ঠিত হয়।