মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত অন্তত ২
- ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০১
চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী জাকির সম্রাট ৩ লঞ্চের সঙ্গে ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘঘনায় এখন পর্যন্ত অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর লঞ্চটি ঢাকা ঢাকা সদরঘাটে চলে গেছে।
জানা গেছে, দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান। অপর আহতকে নিয়ে লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মোহনপুর এলাকায় মারা যান তিনি। তবে নিহতরা কোন লঞ্চের যাত্রী সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা ও তারেক রহমানের জিয়ারত একইদিনে, পরিবর্তন আসছে সূচিতে
চাঁদপুরে বিআইডব্লিউটিএর পরিদর্শক আব্দুল মান্নান জানান, রাজধানীর সদরঘাট থেকে বরিশালগামী এমভি এডভেঞ্চার-৯ এবং ভোলা থেকে সদরঘাটগামী এমভি জাকির সম্রাট-৩ নামের দুটি যাত্রীবাহী লঞ্চ ঘন কুয়াশার মধ্যে পড়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় লঞ্চে থাকা কয়েকজন যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর এমভি এডভেঞ্চার-৯ বরিশালের দিকে চলে যায় এবং এমভি জাকির সম্রাট-৩ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এ বিষয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তা আব্দুল মান্নান আরও জানান, দুর্ঘটনার পর গভীর রাতে জাকির সম্রাট-৩ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লঞ্চে আগুন ধরিয়ে দেয়ার হুমকিও দেন। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা দেন।
এদিকে, চাঁদপুর নদী বন্দরের বিআইডব্লিউটিএর উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।