বিশ্ব মিডিয়ার চোখে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ তারেক রহমান
দেশে ফেরার খবর গুরুত্বসহকারে প্রচার
- ২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৩২
দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন-যাপন করার পর আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বিমানে বসেই এক আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। ফেসবুকে লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ তার দেশে ফেরার খবর উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন আল জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন বার্তা সংস্থা এপি, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ভিন্ন শিরোনামে এই খবর তুলে ধরেছে।
আল জাজিরা শিরোনাম করেছে, বিএনপি নেতা তারেক রহমান ফিরেছেন: বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী? এতে বলা হয়, ১৭ বছর নির্বাসনে থাকার পর বিএনপি নেতা এবং দক্ষিণ এশীয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন, যেখানে তার দলের হাজার হাজার সমর্থক তাকে স্বাগত জানান।
এপি বলছে, ‘‘ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ঢাকায় ফেরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে হাজারো নেতাকর্মী ঢাকার রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।’’
বিবিসি শিরোনাম করেছে, “১৭ বছর নির্বাসনের পর বাংলাদেশে ফিরেছেন পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী।’’
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে সম্ভাব্য শীর্ষ প্রার্থী তারেক রহমান ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার প্রত্যাবর্তনকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাসকারী তারেক রহমানের দল আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে বিবেচিত হচ্ছে। স্বভাবতই, তিনি দেশের নতুন নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। ধারণা করা হচ্ছে, তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জায়গায় স্থলাভিষিক্ত হবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, তারেক রহমানের এই ফেরার মাধ্যমে ‘মোমেন্টাম’ ফিরে পেল বিএনপি।
রয়টার্স বলছে, আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। সেইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এখন পরবর্তীতে প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার।