বগুড়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মোশাররফ হোসেন
- ২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলটির জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে এই আসনের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন মোশাররফ হোসেন নিজেই।
জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই করা একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে মোশাররফ হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মোশাররফ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দল থেকে আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে আমাকে মনোনয়ন দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ।’