চমক রেখে অধিনায়কের নাম ঘোষণা চট্টগ্রাম রয়্যালসের
- ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯
আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আসর শুরুর ঠিক একদিন আগে তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে চট্টগ্রাম রয়্যালস। এবারের বিপিএলে চট্টগ্রামের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদি।
এটাই বিপিএলে মেহেদির প্রথম অধিনায়কত্ব। এর আগে কখনো কোনো ফ্র্যাঞ্চাইজির নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন না করলেও বিপিএলে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে একাধিক দলের হয়ে খেলেছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। এর আগে শেখ মেহেদি ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে অংশ নিয়েছেন।
দএদিকে ফ্র্যাঞ্চাইজির অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ও পরিচালনার দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালিকপক্ষ সরে দাঁড়ানোর পর দলকে দ্রুত স্থিতিশীল করতে প্রশাসনিক ও কোচিং স্টাফেও পরিবর্তন আনা হয়।
চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে অভিজ্ঞ মিজানুর রহমান বাবুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন নাফিস ইকবাল।
উল্লেখ্য, শুরুতে চট্টগ্রাম রয়্যালস প্রধান কোচ হিসেবে দেশীয় টেকনেশিয়ান মমিনুল হকের নাম ঘোষণা করেছিল। পরে সেই সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। তবে সর্বশেষ পরিস্থিতিতে বিসিবির অধীনে যাওয়ার পর কোচিং স্টাফে নতুন করে এই পরিবর্তন আনা হয়।