লাইফস্প্রিং ফাউন্ডেশনের উদ্যোগে আড়াই হাজার শীতবস্ত্র বিতরণ

লাইফস্প্রিং ফাউন্ডেশনের উদ্যোগে আড়াই হাজার শীতবস্ত্র বিতরণ
লাইফস্প্রিং ফাউন্ডেশনের উদ্যোগে আড়াই হাজার শীতবস্ত্র বিতরণ © সংগৃহীত

ঢাকাসহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। হিম বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন আনে দিন খাই এমন মানুষগুলো পড়েছে বিপাকে। বিশেষ করে পরিচ্ছন্ন কর্মীরা আছে আরও কঠিন অবস্থায়। এসব অসহায় হতদরিদ্র মানুষগুলোকে শীতে কিছুটা উষ্ণতা দিতে পাশে দাঁড়িয়েছে লাইফস্প্রিং ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় ধানমন্ডি-৩২ মোড়ের পাশে অবস্থিত ময়লার ভাগাড়ের প্রায় শতাধিক পরিচ্ছন্ন কর্মীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।

একই সঙ্গে লাইফস্প্রিং ফাউন্ডেশনের উদ্যোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের অন্তভূক্ত কলাবাগান প্রথম লেন, দ্বিতীয় লেন, তৃতীয় লেন, ইল্লিয়ুন ইন্টারন্যাশনাল স্কুল, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, গ্রীন রোড ও স্টাফ কোর্য়াটারসহ বিভিন্ন স্থানে প্রায় আড়াই হাজার কম্বল বিতরণ করেছে।

শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এস এম রাজিবুল হক। এ সময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আমরা শুধু স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছি। লাইফস্প্রিং ফাউন্ডেশনের এ উদ্যোগ সুধাবাদ জানায় এবং এ ধরণের কাজ অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি।

শীতবস্ত্র বিতরণকালে লাইফ স্প্রিং ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, লাইফস্প্রিং ফাউন্ডেশন মানসিক সেবা প্রদানের পাশাপাশি শীতবস্ত্র বিতরণসহ বিভ্ন্নি সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে।