রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করল এলাকাবাসী

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল–গোগা সড়কে
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল–গোগা সড়কে © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় সিসি ঢালাই রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাগআঁচড়া সাতমাইল–গোগা সড়কের বসতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪–২৫ অর্থবছরের প্রকল্প উন্নয়ন সহায়তার আওতায় বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর স্কুল মোড় থেকে বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৩৫০ মিটার সিসি ঢালাই রাস্তার কাজ চলছিল। তবে কাজের শুরু থেকেই মান নিয়ন্ত্রণে ঘাটতির অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, প্রকল্পের নির্ধারিত নকশা ও মানদণ্ড অনুসরণ না করেই কাজ এগোচ্ছিল।

এলাকাবাসী নজরুল ইসলাম, আশরাফুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, রাস্তা নির্মাণে নিম্নমানের রড, পাথরের খোয়া ও ইট ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত অনুপাতে সিমেন্ট ব্যবহার না করায় ঢালাইয়ের গুণগত মান নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়। তারা বলেন, এভাবে কাজ হলে কয়েক মাসের মধ্যেই রাস্তা ভেঙে পড়বে। তাই আমরা বাধ্য হয়ে কাজ বন্ধ করেছি।

এলাকাবাসী ইসমাইল হোসেন জানান, আগেও ঠিকাদারকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু কোনো সংশোধনী না আসায় শেষ পর্যন্ত তারা নির্মাণকাজ বন্ধ করে প্রশাসনকে অবহিত করেন।

এ বিষয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহারিয়ার মাহমুদ রণ্জু বলেন, অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল্লাহ জানান, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে যদি অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্ধারিত মান বজায় রেখে পুনরায় কাজ শুরুর দাবি জানিয়েছেন।