‘আই হ্যাভ অ্যা প্ল্যান’

তারেক রহমান
তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ এ্যা প্ল্যান।’ এজন্য আপনাদের সবাইকে পাশে চাই। বৃহস্পতিবার ৩০০ ফিটে আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আপনারা মার্টিন লুথার কিং-এর নাম শুনেছেন। তিনি বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। আমি আপনাদের সকলের সামনে দাড়িয়ে আমি বলতে চাই- আই হ্যাভ এ প্লান। ফর দি পিপল অব মাই কান্ট্রি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এটি আমরা বাস্তবায়ন করব।

তিনি বলেন, আমাদের দেশের প্রত্যেকটি মানুষের সহযোগিতা লাগবে। এজন্য আপনারা পাশে থাকবেন। সেটা হলেই কেবল আমরা সেই ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়ন করতে সক্ষম হব। এ সময় তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন।

এর আগে তারেক রহমান সাড়ে ৩টার পর ঢাকার পূর্বাচলের ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে পৌঁছান। বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান তিনি। সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত আছেন।