‘লিডার আসছে’ স্লোগানে মুখর ৩০০ ফিট
- ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫
কনকনে শীতে রাত থেকে অবস্থান করছেন বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা। ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের জমিনে বেলা ১১টা ৪০ মিনিটে দেশের মাটির স্পর্শ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আগমন উপলক্ষ্যে একদিন আগ থেকে রাজধানীর ৩০০ ফিট সড়ক থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে আছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে পূর্বাচল এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সারাদেশ থেকে ঢাকায় ছুটে এসেছেন লাখো নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর রাস্তাগুলোতে বেজে চলেছে নগর বাউলখ্যাত জেমসের গাওয়া জনপ্রিয় গান ‘লিডার আসছে’। এটি এখন শুধু গানের মধ্যেই আটকে নেই- স্লোগান, ব্যানার, ফেস্টুনেও একই কথা ‘লিডার আসছে’। কেউ এলাকাভিত্তিক মিছিল করছে আবার কেউ সমবেতভাবে এগোচ্ছে ‘লিডার আসছে’ স্লোগান নিয়ে। পথে পথে ক্যাম্প করে বিতরণ করছেন পানি ও স্যালাইন।
অন্যদিকে, স্লোগান ও ব্যানারের সঙ্গে উচ্ছ্বাসে ৩০০ ফিট যেন বিশাল উৎসবৃ কেন্দ্রে পরিণত হয়েছে। পথেঘাটে খাবার ও পানির দোকান, স্পিকারবাহী ট্রাক, আর দলীয় ও দেশাত্মবোধক গান- সব মিলিয়ে এক স্বদেশ প্রত্যাবর্তনের উৎসবের দৃশ্য।
১৭ বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী অপেক্ষা করছেন রাজধানীর ৩০০ ফিট এলাকার জুলাই এক্সপ্রেসওয়েতে। বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের পথে রওনা দিয়েছেন তারেক রহমান। লাল-সবুজের বুলেটপ্রুফ মিনিবাসে চড়ে রওনা হয়েছেন তিনি। কখন আসবে লিডার, সেই প্রত্যাশায় দিঘ সময় অপেক্ষায় লাখ জনতা।