জাবির ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেল
- ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'ডি' ইউনিটের ফলাফল আজ সন্ধ্যায় প্রকাশ করা হবে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে 'ডি' ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি জানান।
তিনি বলেন, ইতোমধ্যে 'ডি' ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ফলাফল তৈরির কাজ চলমান রয়েছে। আরও কিছু কাজ বাকি রয়েছে। আমরা আশা সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা যাবে।
এর মধ্যে চারটি শিফটে ছেলেদের এবং পাঁচটি শিফটে নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট নয়টি ৭০ হাজার ২ শত ২১ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
আরও পড়ুন: আসন সমঝোতায় জামায়াত-এনসিপি, সিদ্ধান্ত আগামী সপ্তাহেই
এর আগে, এ বছর ‘ডি’ ইউনিটের দুই দিন ধরে মোট নয়টি শিফটে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে ডি ইউনিটের শুরু হয়েছে। এরপর ছাত্রদের আরও তিনটি পালায় পরীক্ষা হয় বিকেল সোয়া চারটা পর্যন্ত। পরদিন বুধবার সকাল ৯টা থেকে একই ইউনিটের ছাত্রীদের পরীক্ষা পাঁচ পালায় অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে ছাত্রছাত্রী মিলে ৩১০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২৩ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনে ২২৬ আবেদনকারী শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।