তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির
- ২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:০২
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তার এ ঐতিহাসিক আগমনের পর আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াত আমিরের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে স্বাগত জানানো হয়।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
এর আগে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড সম্পন্নের পর ফ্লাইটটি বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পরে একই দিনে সিলেটে গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় তা ছিল বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিট।
তার দেশে ফেরা উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে।