তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু

কৃষক দল নেতা মুন্সি খায়রুজ্জামান আলম
কৃষক দল নেতা মুন্সি খায়রুজ্জামান আলম © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে নড়াইলের কৃষক দল নেতা মুন্সি খায়রুজ্জামান আলম মারা গেছেন। তিনি লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় চলন্ত বাসে অসুস্থ হয়ে পড়েন মুন্সী খায়রুজ্জামান আলম। দ্রুত তাকে ভাঙ্গা সরকারি হাসপাতালে নেওয়া হলে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, নড়াইল জেলা বিএনপির গাড়িবহরের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন মুন্সি খায়রুজ্জামান আলম। পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় নড়াইল-ঢাকা মহাসড়কে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

এক শোকবার্তায় মো. মনিরুল ইসলাম বলেন, মুন্সি খায়রুজ্জামান আলম ছিলেন দলের একজন নিবেদিত ও ত্যাগী নেতা। তার মৃত্যুতে নড়াইল জেলা বিএনপি একজন দক্ষ ও নিষ্ঠাবান সংগঠককে হারাল। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাত্রা করেও তিনি সেই সৌভাগ্য অর্জন করতে পারলেন না—এটি দলের জন্য গভীর বেদনার।

এসময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।