মনপুরায় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মেহেরাব হোসেন শাকিল
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মেহেরাব হোসেন শাকিল © সংগৃহীত

ভোলার মনপুরায় বিশেষ অভিযানে কলেজ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত ১০ টায় উপজেলা সদর হাজিরহাট বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ওই ছাত্রলীগ নেতাকে প্রথমে আটক করা হয়। পরে বুধবার দুপুর সাড়ে ১২টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মেহেরাব হোসেন শাকিল মনপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি হাজিরহাট বাজারে টাইলস ও স্যানেটারি ব্যবসায়ী।

পরিবারের দাবি, ছাত্রলীগের রাজনীতি বাদ দিয়ে ৫ বছর ধরে শাকিল উপজেলার হাজিরহাট বাজারে টাইলস ও স্যানেটারি ব্যবসা করে আসছে। তার নামে থানায় কোনো মামলা ছিল না। আটকের পর মামলা দেয় পুলিশ।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মনপুরা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।