দিনাজপুর-৩ সদর আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রশাসকের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়
জেলা প্রশাসকের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয় © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির নেতারা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির নেতৃত্বে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বেগম খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ সদর আসনসহ মোট তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। বুধবার দুপুর ২টার দিকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। দিনাজপুর থেকে এটি খালেদা জিয়ার প্রথম নির্বাচন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি বলেন, খালেদা জিয়া দিনাজপুরের মেয়ে হলেও আগে কখনও এখান থেকে নির্বাচন করেননি। তিনি জীবনে যত নির্বাচনে অংশ নিয়েছেন, কোনোটিতেই পরাজিত হননি। এবার দিনাজপুর-৩ সদর আসনের ভোটাররা বিপুল ভোটে তাকে নির্বাচিত করতে মুখিয়ে আছেন। রেকর্ডসংখ্যক ভোটে দিনাজপুরের মানুষ খালেদা জিয়াকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।