শনিবার হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান 

তারেক রহমান ও ওসমান হাদি
তারেক রহমান ও ওসমান হাদি © টিডিসি সম্পাদিত

দেশে ফেরার একদিন পর শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার চত্বরে সদ্য সমাহিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

এ তথ্য জানিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর) তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, শনিবার তারেক রহমান নিজে ভোটার হতে যা করতে হয়, সেই কাজগুলো করবেন। এছাড়া সেদিন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন। 

জানা গেছে, দীর্ঘ প্রায় ১৮ বছর পর আজ ২৪ ডিসেম্বর প্রিয় মাতৃভূমির উদ্দেশে লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তিনি হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। 

তারেক রহমানের ফ্লাইট বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তারেকের সঙ্গে তার পরিবারের সদস্যরাও থাকছেন।

এর আগে, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক ঘরোয়া সভায় তারেক রহমান বলেন, আপনাদের দোয়ায় ২৫ তারিখ আমি দেশে ফিরে যাব। অনুরোধ করছি, সেদিন কেউ বিমানবন্দরে যাবেন না। তিনি আরও বলেন, এই অনুরোধ অমান্যকারীদের ব্যক্তিগত স্বার্থান্বেষী হিসেবে গণ্য করা হবে।

দলীয় সূত্র জানায়, বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সরাসরি এক্সপ্রেস ওয়ে দিয়ে রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন। সেখানে তার সম্মানে গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতিও শেষ করে এনেছে বিএনপি।