ডাকসু ক্যাফেটেরিয়ায় তারেক রহমানের গ্রাফিতি অঙ্কন ছাত্রদল নেতার

ডাকসুর ক্যাফেটেরিয়ায় আঁকা তারেক রহমানের গ্রাফিতি
ডাকসুর ক্যাফেটেরিয়ায় আঁকা তারেক রহমানের গ্রাফিতি © টিডিসি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ক্যাফেটেরিয়ায় গ্রাফিতি অঙ্কন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্যসচিব সাকিব বিশ্বাস।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ডাকসু ক্যাফেটেরিয়ায় এ গ্রাফিতি অঙ্কন করা হয়। গ্রাফিতিতে তারেক রহমানের একটি প্রতিকৃতি আঁকা হয়, যেখানে লেখা ছিল, ‘Welcome Home, The Light of Bangladesh.’

গ্রাফিতি অঙ্কন প্রসঙ্গে ছাত্রদল নেতা সাকিব বিশ্বাস বলেন, ‘গ্রাফিতির রঙে আমরা স্বপ্ন লিখি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মানে কেবল একজন নেতার ঘরে ফেরা নয়—এটি অধিকার, ন্যায় ও গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণ। দেয়ালেই হোক কিংবা পথে-প্রান্তরে—বার্তাটা স্পষ্ট: মানুষ জেগে উঠছে, আর ইতিহাস নতুন করে কথা বলতে শুরু করেছে।’