প্রাথমিক নিয়োগ পরীক্ষা ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য জরুরি নির্দেশনা
- ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩০
আসন্ন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অন্য পরীক্ষা না রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জানুয়ারি তিন পার্বত্য জেলা ছাড়া ৬১ জেলার অন্য কোনো প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা না রাখার বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বরাবর চিঠি পাঠাতে হবে এবং অন্যান্য সব মন্ত্রণালয়ের সচিবকে অনুলিপি প্রদান করতে হবে।
এতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষার দিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পরীক্ষা না রাখার জন্য বলা হলো।