মস্কোয় সন্দেহভাজনকে ধরতে গিয়ে বিস্ফোরণ: দুই পুলিশসহ নিহত ৩

মস্কোতে বিস্ফোরণ
মস্কোতে বিস্ফোরণ © টিডিসি ফোটো

রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ইয়েলেতস্কায়া স্ট্রিটে এই ঘটনা ঘটে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, রাস্তায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করার সময় পুলিশ কর্মকর্তারা তার কাছে যাওয়া মাত্রই  একটি বোমার বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে, দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান। তাদের সাথে থাকা আরও একজন সাধারণ নাগরিক এই হামলায় নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুরো এলাকাটি পুলিশ ঘিরে ফেলে এবং টেলিভিশনে প্রচারিত ছবিতে সেখানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এই ঘটনায় ‘পুলিশ হত্যাচেষ্টা’ এবং ‘বিস্ফোরক পাচার’ এই দুই অভিযোগে মামলা করে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।

মস্কোর যে এলাকায় এই বিস্ফোরণটি ঘটেছে, ঠিক তার পাশেই গত সোমবার রাশিয়ার একজন জেনারেল ফ্যানিল সারভারভ নিহত হয়েছিলেন। রাশিয়ার জেনারেল স্টাফের গুরুত্বপূর্ণ পদে থাকা এই জেনারেলের গাড়ির নিচে পেতে রাখা বোমা বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ভেতরে এবং ইউক্রেনের দখলকৃত অঞ্চলে প্রায়ই এমন রহস্যময় বিস্ফোরণ বা হামলার ঘটনা ঘটছে। এসব হামলায় এখন পর্যন্ত রাশিয়ার বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও সরকারি প্রতিনিধি প্রাণ হারিয়েছেন। অনেক ক্ষেত্রে এসব হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করা হয়।