বিপিএল শুরুর আগেই দুঃসংবাদ পেল রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স লোগো
রংপুর রাইডার্স লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাঠে গড়াতে আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া এই টুর্নামেন্ট। রংপুর রাইডার্স ব্যতীত বাকি পাঁচ ফ্র‍্যাঞ্চাইজিই ইতোমধ্যে ম্যাচ ভেন্যুতে পৌঁছেছে। সিলেট পর্বে শুরুর দুইদিনে কোনো ম্যাচ না থাকায় ২৭ ডিসেম্বর ভেন্যুতে পৌঁছাবে দলটি। এরই মাঝে দুঃসংবাদ রাইডার্স শিবিরে।

সাইড স্ট্রেনের চোটে পড়েছেন স্পিনার নাইম হাসান। ইনজুরিতে প্রায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। এতে সিলেট পর্বের পর চট্টগ্রাম পর্বেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। 

নিলাম থেকে তাকে দলে নিয়েছিল রংপুর। জানা গেছে, গত সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাইড স্ট্রেনের চোটে পড়েন। চোটের কারণে তাকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগও। নাইম নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।