ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল প্রকাশ কবে, যা বলছে কর্তৃপক্ষ
- ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার উত্তরপত্র দেখার কাজ চলছে। সব প্রক্রিয়া শেষে চলতি মাসেই এ ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত ৬ ডিসেম্বর বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২টায়।
ফলাফল কবে প্রকাশ হবে, জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মাহমুদ ওসমান ইমাম আজ বুধবার (২৪ ডিসেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের এক মাস সময়সীমা দেওয়া আছে। আশা করি, এর মধ্যেই আমরা ফলাফল প্রকাশ করতে পারব।’
তিনি বলেন, ‘ওএমআর স্ক্রিনিং, লিখিত খাতা দেখাসহ যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এখন সব শেষ পর্যায়ে আছে। ফলাফল প্রস্তুত হয়ে গেলে উপাচার্যের অনুমোদন নিয়ে প্রকাশ করা হবে।’ চলতি মাসেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা তার।
আরও পড়ুন: ঢাবি বিজ্ঞান ইউনিটের পরীক্ষার্থীদের সুবিধায় ৪ পদক্ষেপ
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা শহর, বাইরের চারটি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়। ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৩২ জন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫ এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।