সীমান্তে নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হন বিএসএফ সদস্য

বিএসএফ সদস্য নিজের অস্ত্র থেকেই গুলিবিদ্ধ
বিএসএফ সদস্য নিজের অস্ত্র থেকেই গুলিবিদ্ধ © সংগৃহীত

ত্রিপুরার ধর্মনগর সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক সদস্য নিজের অস্ত্র থেকেই গুলিবিদ্ধ হয়েছেন। আহত সদস্যের নাম বিপিন কুমার (৩৫)। ঘটনাটি ঘটে গত সোমবার গভীর রাতে।

পুলিশ জানায়, বিপিন কুমার বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য এবং ধর্মনগরের মাহেশপুর এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলেন। দায়িত্ব পালনকালে বহন করা অস্ত্র থেকে হঠাৎ গুলি বেরিয়ে গেলে তিনি আহত হন।

গুলিবিদ্ধ অবস্থায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সারা রাত চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে তাকে জি বি প্যান্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: আজ সকাল থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনাজনিত। ডিউটির সময় বহন করা অস্ত্র থেকে অনাকাঙ্ক্ষিতভাবে গুলি বেরিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে গুলিবিদ্ধ অবস্থায় সহকর্মীরা দ্রুত বিপিন কুমারকে উদ্ধার করে ধর্মনগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, আহত জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি ক্ষত পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হলেও প্রাথমিক চিকিৎসার পর কিছুটা স্থিতিশীল হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লির সদর দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।