জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদে প্রথম হলেন যারা
- ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:১১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিফট ভিত্তিক মেধাতালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল থেকে শিফট ভিত্তিক মেধাক্রম অনুসারে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া পরিচালিত হবে।
প্রকাশিত ফলে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘ই’ ইউনিটে ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. সিয়াম হাসনাত। এছাড়াও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন যশোরের সরকারি এম এম কলেজের মিথিলা আফরিন মিতু।
দুই দিনে মোট ১১টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ‘সি’ ইউনিটের পরীক্ষা ছয়টি শিফটে এবং দ্বিতীয় দিনে ‘বি’ ও ‘ই’ ইউনিটের পরীক্ষা পাঁচটি শিফটে অনুষ্ঠিত হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘বি’ ইউনিটে ৩২৬ আসনের বিপরীতে মোট ২০ হাজার ৫৮৩ জন প্রার্থী আবেদন করেন। ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৬৬ আসনের বিপরীতে ৪৭ হাজার ৪৯৭ জন আবেদন করেন। এছাড়া, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন করে ১১ হাজার ৬১২ জন শিক্ষার্থী।