বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন: ১৭ জনকে জীবিত উদ্ধার

বাবুবাজারের আগুন
বাবুবাজারের আগুন © সংগৃহীত

পুরান ঢাকার বাবুবাজারের আরমানিটোলা এলাকায় অবস্থিত ১৪ তলা বিশিষ্ট ‘হাজী টাওয়ারে’ ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে ভবনটির ছয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ১০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এই উদ্ধার অভিযানে ভবনের ভেতরে আটকে পড়া ১৭ জন বাসিন্দাকে বিকল্প সিঁড়ি ব্যবহার করে নিরাপদে বের করে আনেন দমকল কর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাজী নজমুজ্জামান বলেন, '১৩ তলা ভবনের ৭ তলা পর্যন্ত বাণিজ্যিক স্পেস। এই ভবনের ৬ তলায় ব্যাগ তৈরি করে। সেখানে ৬টা ৪০ মিনিটে আগুন লাগে। আমরা ৫ মিনিটে ঘটনাস্থলে এসে উপস্থিত হই। যেহেতু এটা আবাসিক ভবন, সেহেতু আমরা ঝুঁকি অনুযায়ী সঙ্গে সঙ্গে আরও একাদিক ইউনিট ঘটনাস্থলে আসার জন্য ম্যাসেজ দেই। কারণ, ওপরে অনেকেই আটকা থাকতে পারে। আমাদের অন্য টিম দ্রুত সময়ে রেসপন্স করে এবং ঘটনাস্থলে আসার কিছুক্ষণের ভেতর আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।'
 
তিনি বলেন, সেই ভবনে ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান ছিল। আমরা আগুন নির্বাপণ করছি এবং প্রত্যেকটি তলা আমরা চেক করছি। আমরা চেক করলেই বুঝতে পারবো কেউ আটকা পড়া অবস্থায় আছে কি না। আমরা যতটুকু চেক করেছি এখন পর্যন্ত কোনো আহত বা নিহতের তথ্য পাইনি।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন,  ঘটনাস্থলে যারা ছিল তারা বলছিল শর্ট সার্কিট। এই বিষয়ে আমাদের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির মাধ্যমে আগুনের কারণ এবং ক্ষতি সম্পর্কে জানতে পারবো।