জাবির তিন ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুপুরের মধ্যেই
- ২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:২৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা রবিবার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছে। এরপর অনুষ্ঠিত হয়েছে আরও দুই ইউনিটের পরীক্ষা। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরের মধ্যে এ তিন ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, ইতোমধ্যে জাবির ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বিশ্বিবদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা আজ দুপুরের মধ্যে পরীক্ষা সম্পন্ন হওয়া তিন ইউনিটের ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান তিনি।
আরও পড়ুন: ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন
আলী রেজা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইতোমধ্যে ‘বি’ ও ‘ই’ ইউনিটের ফলাফল প্রস্তুত হয়েছে। ‘সি’ ইউনিটের ফলাফল প্রস্তুত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা আশা করছি দুপুরের আগেই ফলাফল প্রকাশ করতে পারব।’