ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
- ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৯
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে স্থগিত হওয়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (অনার্স) পরীক্ষা ২০২৪-এর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। গত ২০ ডিসেম্বরের স্থগিত হয়ে যাওয়া এই পরীক্ষাটি আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতিক্রমে গত ২০ ডিসেম্বরের স্থগিত পরীক্ষাটি আগামী ২৯ ডিসেম্বর একই সময়ে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল (অনার্স) পরীক্ষার পরীক্ষার্থীরা এই পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেবেন।