নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে মাঠ প্রশাসনের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে অংশ নিতে দেশের সকল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপমহাপুলিশ পরিদর্শক এবং নির্বাচন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া অন্যান্য নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে থাকবেন। বৈঠকে আরও যোগ দেবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।

ইসি সূত্রে জানা গেছে, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই এই বৈঠকের মূল লক্ষ্য। সভায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক সমন্বয় এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।