তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: স্বাগত মিছিল করবে ঢাবি ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ‍উপলক্ষ্যে একটি শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। মিছিলটি আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় ঢাবি ক্যাম্পাসে হওয়ার কথা রয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ে আমাদের আলোক দিশারী, আমাদের সকলের আশা-আকাঙ্খার পরম আশ্রয়স্থল ও অনুপ্রেরণার বাতিঘর জনাব তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন।

আরও পড়ুন: ২০১৯ সালে ভিপি নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি ডাকসুর

কর্মসূচির ঘোষণা দিয়ে এতে বলা হয়, তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে আগামী ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করেছে। মিছিলটি যথাসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে আরম্ভ হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই কর্মসূচি গ্রহণ করেন।