গহীন পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে রাবিপ্রবি শিক্ষার্থীরা
- ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪
আঁকাবাঁকা পথ পেরিয়ে সমতল ভূমি থেকে বহু দূরে পাহাড়ের সাজেক ভ্যালির হিজিং পাড়া। পাহাড়ি এই দুর্গম এলাকার মাঝখানে গড়ে ওঠা একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েই চলছে এক ভিন্নধর্মী শিক্ষা কার্যক্রম। 'শিক্ষাই পারে পাহাড়ের শিশুর ভবিষ্যৎ বদলে দিতে' এই স্লোগানকে সামনে রেখে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা শুরু করেছেন সাত দিনব্যাপী শিক্ষা ক্যাম্পেইন।
২১শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ২৮শে ডিসেম্বর পর্যন্ত। রাবিপ্রবি’র শিক্ষার্থীরা শীতকালীন ছুটির সময়কে কাজে লাগিয়ে পাহাড়ি এলাকার শিশুদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষামূলক সেশন, পাঠাভ্যাস উন্নয়নসহ বিভিন্ন গেমস আয়োজন করছেন। পাশাপাশি অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভাও নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।
হিজিং পাড়ার বেসরকারি বিদ্যালয়টিতে বর্তমানে মোট ৭৫ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। নানা সীমাবদ্ধতা, শিক্ষার উপকরণের ঘাটতি থাকার সত্ত্বেও শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য রাবিপ্রবিয়ানরা ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছেন।
রাবিপ্রবিয়ানদের ছড়ানো আলো ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে হিজিং পাড়ার বিদ্যালয়ের শিশুদের মাঝে। জুম চাষের পাশাপাশি তারাও দেখছে শিক্ষার উদ্ভাসিত আলো, খুঁজছে নতুন আশার সন্ধান। বই আর শিক্ষা উপকরণের সেই শক্তি একদিন হিজিং পাড়ার প্রত্যেক বাড়ির শিশুর ভবিষ্যৎ বদলে দিবে।