যৌন নিপীড়নের পর পঞ্চম শ্রেণির ছাত্রীকে হত্যা
- ২২ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৮
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পেছনের একটি গলি থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির বয়স ১৩ বছর। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মৃত্যুর আগে শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা গ্রামের একটি ভাড়াবাসার সামনের গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রবিবার (২১ ডিসেম্বর) দুপুরের পর থেকে শিশুটি নিখোঁজ ছিল।
নিহত স্কুলছাত্রীর নাম আকলিমা (১৩)। সে বন্দরের দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। আকলিমা সোনাকান্দা এলাকার মো. আলীর মেয়ে।
আরও পড়ুন: এনসিপির নেতা গুলিবিদ্ধের ঘটনায় সন্দেহভাজন যুবশক্তির নেত্রী আটক
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরের পর আকলিমা বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও আর ফিরে আসেনি। পরে স্বজনরা আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে স্থানীয়রা গলির রাস্তায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক পর্যবেক্ষণে নিহত শিশুটির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, রবিবার দুপুর থেকে নিখোঁজ থাকা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে কিছু আঁচড়ের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ওসি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।