আর্থিকভাবে অসচ্ছল ঢাকা কলেজ শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের রাজু
- ২২ ডিসেম্বর ২০২৫, ২১:২৬
আর্থিকভাবে অসচ্ছল ঢাকা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে পরীক্ষার ফরম ফিলাপের টাকার অভাবে বিপাকে পড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জাহিদুল ইসলাম নামে ওই শিক্ষার্থীকে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদ হোসাইন বাবুর মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করেন মো. রাজু আহমেদ।
জানা গেছে, ঢাকা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারিবারিকভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন। পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে জানানোর পরে তারা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদ হোসাইন বাবুকে জানায়। তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজুকে অবহিত করেন তিনি। পরে সঙ্গে সঙ্গেই সাইদ হোসাইন বাবুর মাধ্যমে ফরম ফিলাপের সম্পূর্ণ টাকা প্রদান করেন ছাত্রদল নেতা রাজু।
আর্থিক সহায়তা পাওয়া ওই শিক্ষার্থী বলেন, পারিবারিকভাবে আমি অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছি। আর্থিক সংকট প্রকট হওয়ায় আমি ফরম ফিলাপ করতে সমস্যার সম্মুখীন হই। এই সময়ের আমার পাশে এসে দাঁড়ানোর জন্য ছাত্রদলের প্রতি আমি কৃতজ্ঞ।
এ বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ বলেন, ওই শিক্ষার্থীর আর্থিক সংকটের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এটি আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নীতি ও আদর্শের অংশ।