শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চুয়েট, পদ ৩৬, আবেদন নির্ধারিত ফরমে
- ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:০৬
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। প্রতিষ্ঠানটি ৩ থেকে ২০তম গ্রেডে ১৭ পদে ৩৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২১ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট);
পদের নাম: ১৭টি ভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);
পদসংখ্যা: ৩৬টি;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন: সরকারি বিধি মোতাবেক;
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন সরাসরি-ডাকযোগে
কর্মস্থল: চট্টগ্রাম;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের ১ থেকে ৮ নম্বর পদের জন্য www.cuet.ac.bd ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে এবং ৯ থেকে ১৭ নম্বর পদের জন্য সাদা কাগজে আবেদন করতে হবে;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ তৃতীয় থেকে দশম গ্রেডের পদের জন্য ২০০ টাকা, ১১ এবং ১২তম গ্রেডের পদের জন্য ১৫০ এবং ১৩ থেকে ১৬তম গ্রেড ১০০ ও ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য ৫০ টাকা সোনালী ব্যাংক পিএলসির ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সিইউইটি (চুয়েট) শাখার অনুকূলে রেজিস্ট্রার, চুয়েট, চট্টগ্রাম বরাবর পাঠাতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর আবেদনপত্র (অফিস চলাকালীন) পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ জানুয়ারি ২০২৬;
দরকারি কাগজপদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: দৈনিক যুগান্তর, ২২ ডিসেম্বর ২০২৫, পৃষ্ঠা নম্বর ১০