সরকারের পক্ষ থেকে দেওয়া গানম্যানের প্রস্তাব প্রত্যাখান করলাম: নুরুল হক নূর
- ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮
সরকারের দেয়া গানম্যান প্রস্তাব প্রত্যাখান করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজিত ২০১৯ সালের ২২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ও ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার বিচার ও দোষীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রস্তাবটি প্রত্যাথান করেন তিনি।
প্রতিবাদ সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমাদের অনেককে গানম্যান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যেই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে পোশাক পরিত অবস্থায় অফিসের সামনে পিটিয়ে মারার বিচার না হওয়া পর্যন্ত ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে থু মারি। আমরা বলছি ২৯ আগস্টের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আমার গান মান্যের দরকার নাই। আমি গ্যানম্যান নেবো না। আমি তা প্রত্যাখ্যান করছি।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত সর্বোচ্চ প্রতিনিধি ডাকসু। সেই ডাকসু থেকে আজকের এই প্রোগ্রামটি করা উচিত ছিল। এটা পরিষ্কার এবং সত্য উপলব্ধি যে, অনেক বছর পরে যে ডাকসু হয়েছে সেই ডাকসু সার্বজনীন ডাকসু হতে পারছে না। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য একটা প্লাটফর্ম হিসেবে কাজ করছে বলে মনে হচ্ছে। আমি ডাকসু ও আমার অনুজ নেতৃবৃন্দকে অনুরোধ করবো। ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দলমতের প্লাটফর্ম পরিণত করবেন না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভয়েস হিসেবে প্রতিষ্ঠা করুন।
এর আগে আজ সকালে চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে যু্ক্ত থাকা ব্যক্তিত্ব, সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখসারিতে থাকা কয়েকজনকে গানম্যান (নিরাপত্তারক্ষী) দেওয়া হবে হবে সরকারি সুত্রে জানা যায়। পাশাপাশি, তাদের আত্মরক্ষার প্রয়োজনে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।