রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চ্যানেল আই
- ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:৩২
রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্সের ফাইনালে দাপুটে পারফরম্যান্সে চ্যানেল টোয়েন্টিফোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। এর আগে, ২০২৪ সালে বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টেও টি স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চ্যানেল আই।
সোমবার (২২ ডিসেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চ্যানেল টোয়েন্টিফোরকে মাত্র ৩২ রানে গুটিয়ে দেয় চ্যানেল আই। চ্যানেল টোয়েন্টিফোরের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। লক্ষ্য তাড়ায় ২ দশমিক ৩ ওভারে ম্যাচ শেষ করে পূর্ণ ৫ উইকেটের জয় পায় চ্যানেল আই।
২ উইকেট নিয়ে ফাইনালের সেরা চ্যাম্পিয়ন দলের সুব্রত গাইন। শেষ ম্যাচে হারলেও টুর্নামেন্ট জুড়ে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখান চ্যানেল টোয়েন্টিফোরের আদদ্বীন সজীব। এই টুর্নামেন্টে ৫ ম্যাচে ১১৫ রানের সঙ্গে ৪ উইকেট নেন এবং দুবার ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও জেতেন তিনি।
ফাইনাল শেষে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ইশতিয়াক সাদেক, বিশেষ অতিথি বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, বিএসজেএ সাধারণ সম্পাদক এসএম সুমন, বিএসজেএ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রায়হান আল মুঘনি এবং বিএসজেএ'র দুই সিনিয়র সদস্য কাশীনাথ বসাক ও দিলু খন্দকার পুরস্কার প্রদান মঞ্চে ছিলেন। চ্যাম্পিয়ন-রানার্সআপ খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন অতিথিরা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল যথাক্রমে ২৫ ও ১৫ হাজার টাকা আর্থিক পুরস্কার গ্রহণ করেন।
রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর, বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ইশতিয়াক সাদেক বলেন, ‘বিএসজেএ'র দারুণ একটি উদ্যোগ এই টুর্নামেন্ট। গতবার আমি নিজেও টি স্পোর্টসে ক্রিকেটার হিসেবে খেলেছি। স্পন্সর হিসেবে ভাবতে চাই না। সামনেও খেলোয়াড় ও পার্টনার হিসেবে বিএসজেএর সঙ্গে থাকতে চাই। আশা করি, সামনে আরও বড় পরিসরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট।’
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বিএসজেএ'র এই আয়োজন বেশ প্রশংসনীয়। নানা ব্যস্ততার মধ্যেও সাংবাদিকরা ক্রিকেট খেলছেন, এটা অবশ্যই দারুণ বিষয়।’
আরেক পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সাংবাদিকদের ক্রিকেটের ভালোবাসার প্রতি বহিঃপ্রকাশ। বাংলাদেশের ক্রিকেটে সাংবাদিকদের অবদান অনেক। আমরা সাংবাদিকদের এমন আয়োজনে সব সময় পাশে থাকতে চাই।’
বিএসজেএর পক্ষ থেকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রায়হান আল মুঘনি তার বক্তব্যে অংশগ্রহণকারী দল গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ দেন। পাশাপাশি তিনি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রংপুর রাইডার্স, এইস ডেভেলপার্স, একমি, ইস্পাহানি ও নাবিল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে সকালে দুটি সেমি-ফাইনাল অনুষ্ঠিত হয়। দৈনিক কালের কণ্ঠকে ২৯ রানে হারায় চ্যানেল আই। আগে ব্যাট করে ৪ উইকেটে ১২২ রানের সংগ্রহ পায় তারা। মিলন মল্লিক ৩০ ও সজীব দাসের ব্যাট থেকে আসে ২৯ রান। জবাবে ৩ উইকেটে ৯৩ রানের বেশি করতে পারেনি কালের কণ্ঠ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন আসিফ ওয়াসিফ পার্থ। ম্যাচ সেরা নির্বাচিত হন সজীব দাস।
একই সময়ে আরেক সেমি-ফাইনালে আরটিভিকে ২০ রানে হারায় চ্যানেল টোয়েন্টিফোর। জহির সাগর ৩৩ ও রাফসান শুভ ৩০ রানের ইনিংস খেললে ১২৬ রান করে তারা। জবাবে দীপ্ত চন্দ্র পালের ৩১ রানের ইনিংসের সৌজন্যে ১০৬ রান করতে পারে আর-টিভি। ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাফসান শুভ।