জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র
- ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। আজ সোমবার (২২ ডিসেম্বর) বি ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম মো. জিসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের উর্দু বিভাগের শিক্ষার্থী।
এ ঘটনায় বিকেল সাড়ে ৪টায় ব্রিফ করে বিস্তারিত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে পরীক্ষার হল থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়।