সিলেটে নিজ বাসা থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় নিজ বাসা থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে তার বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ওই ছাত্রীর বাবা নবী উদ্দিন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য। ছাত্রীটি নগরের অগ্রগামী সরকারী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এমনটি করেছেন তা নিশ্চিত  হওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, দুপুরে মরদেহ উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তিনি বলেন, পুলিশ কিশোরীর মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে।