গলাচিপার আলোচিত সেই আসনে মনোনয়ন নিলেন বিএনপির মামুন
- ২২ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে গলাচিপা উপজেলা বিএনপি। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, গলাচিপা পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান প্যাদা, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার মশিউর রহমান শাহীনসহ গলাচিপা ও দশমিনা উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, 'পটুয়াখালী–৩ আসনে আমরা আজ হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আগামী নির্বাচনে তাকে নির্বাচিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসন উপহার দিতে চাই। অতীতে বিএনপি ক্ষমতায় থাকলেও এ আসনে দলীয় প্রার্থী বিজয়ী হতে পারেনি।' তিনি আরও বলেন, ২০১৮ সালে হাসান মামুন দলীয় মনোনয়ন পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভিন্ন দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়। সে সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি করেছিল। গলাচিপা ও দশমিনার নেতাকর্মীরা এবার দলীয় প্রার্থীর বাইরে অন্য কোনো সিদ্ধান্ত মেনে নেবে না। আমরা ঐক্যবদ্ধভাবে হাসান মামুনের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক ত্যাগ স্বীকার করবো। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সোমবার দুপুর পর্যন্ত দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, পটুয়াখালী–৩ আসনে এখনো বিএনপি চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন ঘোষণা করেনি। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য ছেড়ে দেওয়ার বিষয়ে সমঝোতা হতে পারে। যদিও বিএনপি নেতা হাসান মামুন এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।