বিস্ফোরক মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি শিক্ষক গ্রেফতার

মো. এসাউল হক
মো. এসাউল হক © সংগৃহীত

নওগাঁয় ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার এক আসামি গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।

রবিবার (২২ ডিসেম্বর) রাতে পোরশা থানা পুলিশ এক অভিযান চালিয়ে নিতপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কালাইবাড়ি (পশ্চিম দুয়ার পাল) এলাকা থেকে শামসুল হকের ছেলে মো. এসাউল হক কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কালাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) ও আওয়ামী লীগের ০১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, তাকে তদন্তে প্রাপ্ত পোরশা থানায় ১৯০৮ ধারায় বিস্ফোরক দ্রব্য আইনের ০৪/১১/২০২৪ইং  এর ০২ নং মামলায় অদ্য তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।