পাহাড়ের ক্রিকেটে স্বপ্নসারথি কাউসার: পাশে দাঁড়াল খাগড়াছড়ি রিজিয়ন

অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মোঃ কাউসার আহমেদ
অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মোঃ কাউসার আহমেদ © টিডিসি ফোটো

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে নানাবিধ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে খাগড়াছড়ি রিজিয়ন। এরই ধারাবাহিকতায় সম্ভাবনাময় ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মোঃ কাউসার আহমেদকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ নিজ হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি বলেন, 'তরুণ ক্রীড়াবিদরাই আগামী দিনের দেশের গর্ব। তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ও শৃঙ্খলাবদ্ধ পথে এগিয়ে নিতে খাগড়াছড়ি রিজিয়ন সবসময় পাশে থাকবে।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) কাজী মোস্তফা আরেফিন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশীদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনিসুল আলম আনিক এবং জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী। 

উপস্থিত অতিথিরা কাউসার আহমেদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন, এই ধরনের সহায়তা কেবল একজন খেলোয়াড়কে নয়, বরং পুরো জেলার ক্রীড়া অঙ্গনকে অনুপ্রাণিত করবে। তাদের মতে, পার্বত্য অঞ্চলের প্রতিভাবান তরুণদের এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ কাউসার আহমেদ বলেন, 'খাগড়াছড়ি রিজিয়নের এই সহানুভূতিশীল সহযোগিতা আমাকে আরও বেশি উৎসাহিত করেছে। দেশের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা পেলাম।'

এ মানবিক ও ক্রীড়াবান্ধব উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ি রিজিয়ন আবারও প্রমাণ করলো,শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নেও তারা অগ্রণী ভূমিকা পালন করছে।