বিশ্বসেরা হতে হলে ইয়ামালের জীবনে স্থায়ী প্রেমিকা থাকা জরুরি! সাবেক তারকার পরামর্শ

লামিন ইয়ামাল
লামিন ইয়ামাল © টিডিসি ফোটো

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত নাম লামিন ইয়ামাল। বার্সেলোনার এই ‘বিস্ময়বালক’ যে অচিরেই ফুটবল বিশ্ব শাসন করবেন, তা নিয়ে দ্বিমত নেই কারো। তবে মাঠের দুর্দান্ত ফর্মের চেয়েও এবার ইয়ামালের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। আর সেই আগুনে ঘি ঢেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক তারকা পাওলো ফুট্রে। তার মতে, বিশ্বসেরা হতে হলে ইয়ামালের জীবনে একজন স্থায়ী প্রেমিকা থাকা অত্যন্ত জরুরি।

সম্প্রতি এক স্প্যানিশ টেলিভিশনে আলাপকালে ফুট্রে দাবি করেন, ইয়ামালের মতো তরুণদের ক্যারিয়ারে স্থিতিশীলতা আনতে প্রেমের সম্পর্কের কোনো বিকল্প নেই। নিজের অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বলেন, 'ইয়ামালের বয়স এখন মাত্র ১৮। এই বয়সে তার একজন প্রেমিকা থাকা খুব দরকার। আমি যখন আমার সন্তানদের মায়ের দেখা পাই, তখন থেকেই একজন শতভাগ পেশাদার ফুটবলার হয়ে উঠি। তার আগে আমি প্রচুর বাইরে আড্ডা দিতাম, কিন্তু সম্পর্কে জড়ানোর পর আমি অনেক বেশি দায়িত্বশীল হয়ে পড়ি।'

গত কয়েক মাস ধরে আর্জেন্টাইন পপ তারকা নিকি নিকোলের সাথে ইয়ামালের প্রেমের খবর সংবাদ শিরোনামে ছিল। গত জুলাইয়ে ইয়ামালের ১৮তম জন্মদিনে নিকি উপস্থিত থাকার পর থেকেই গুঞ্জনের শুরু। বার্সেলোনার ম্যাচগুলোতে গ্যালারিতে নিকির নিয়মিত উপস্থিতি এবং গোল করার পর ইয়ামালের গ্যালারির দিকে চুমু ছুড়ে দেওয়া সবই ছিল এক রোমান্টিক গল্পের অংশ। এমনকি নিকি নিজেও স্বীকার করেছিলেন যে তিনি ইয়ামালের প্রেমে মগ্ন এবং ইয়ামাল তাকে কাতালান ভাষায় 'ভালোবাসি' বলা শিখিয়েছেন।

তবে সেই রূপকথার গল্পে ছেদ পড়েছে সম্প্রতি। স্প্যানিশ সংবাদমাধ্যমে ইয়ামালের আরও এক প্রেমে পড়ার গুঞ্জন ছড়ালে তিনি নিজেই বিষয়টি পরিষ্কার করেন। ইয়ামাল জানান, তাদের মধ্যে কোনো প্রতারণা হয়নি; বরং পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তাদের বিচ্ছেদ হয়েছে।